Logo
Logo
×

সারাদেশ

ইটনায় বজ্রপাতে মৎস্যজীবী নিহত

Icon

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

ইটনায় বজ্রপাতে মৎস্যজীবী নিহত

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুরজিৎ দাস (২৭) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় মারাত্মক আহত হন দিলীপ দাস (৩০) নামের অপর মৎস্যজীবী।

নিহত মৎস্যজীবী সুরজিৎ দাস উপজেলার ধনপুর ইউনিয়নের করচা বড়হাটি গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। আহত দিলীপ দাস একই গ্রামের সোম লাল দাসের ছেলে। 

মঙ্গলবার সকালে উপজেলার ধনপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

ইটনা থানার ওসি জাফর ইকবাল জানান, সকালে সুরজিৎ দাস ও দিলীপ দাস মিলে ছোট নৌকা নিয়ে গ্রামের পার্শ্ববর্তী হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। বেলা ১০ টার দিকে হঠাৎ আকাশে মেঘসহ বজ্রপাত শুরু হয়।

আকাশের ভয়ানক অবস্থা দেখে নৌকা নিয়ে বাড়িতে আসার পথে দুজনই বজ্রপাতে মারাত্মক আহত হন। এ ঘটনা দূর থেকে দেখে অন্য জেলেরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. কাউছার আহমেদ সুরজিৎ দাসকে মৃত ঘোষণা করেন এবং আহত দিলীপ দাসকে হাসপাতালে ভর্তি করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম