রায়পুরে তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এতে তার শরীরে জখমসহ বাম হাতের মাংস বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতাল থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে (৭ অক্টোবর) রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদমারা গ্রামের নওয়াব আলী হাজি বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতের বড় মেয়ে নাজমা বেগম বাদী হয়ে দুপুরেই তিনজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে জানা গেছে, অসুস্থ দেলোয়ার হোসেনের সঙ্গে একই এলাকার মামুন হোসেনের জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে মঙ্গলবার সকালে কয়েকটি হাঁস ও মুরগি তাদের বাড়ির উঠানে গেলে দেলোয়ার হোসেনের পরিবারকে গালমন্দ করে মামুনের পরিবার।
এ সময় মামুনের পরিবারকে গালমন্দ করতে নিষেধ করায় তাকে প্রতিপক্ষ মামুন (৫২) ও তার ছেলে অন্তর (২৫) ধারালো দা, ছেনি, লোহার রড দিয়ে দেলোয়ারকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার শরীরে জখমসহ বাম হাতের মাংস বিচ্ছিন্ন হয়ে যায়।
এ সময় আহত দেলোয়ার হোসেনের চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা এগিয়ে গেলে মামুন ও তার ছেলে অন্তর পালিয়ে যায়। পরে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় অভিযুক্ত মামুন ও তার ছেলে অন্তর মোবাইল ফোনে বলেন, সামান্য বিষয় নিয়ে দেলোয়ার হোসেনের পরিবার আমাদের সঙ্গে ঝগড়া করতেন। আজকেও হাঁস, মুরগি দিয়ে আমাদের ক্ষতি করেছে। নিষেধ না মানায় উভয়ের ঝগড়া হয়েছে। তবে কোপ দেওয়াটা ভুল করেছি।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, দেলোয়ার হোসেনকে কোপানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
