নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আহনাফ তাহমীদ আলিফকে (২১) গ্রেফতার করা হয়েছে। পুলিশ মঙ্গলবার দুপুরে আদমদীঘি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও মামলা সূত্র জানায়, আহনাফ তাহমীদ আলিফ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আদমদীঘি পশ্চিমপাড়ার আবদুস সালামের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেন। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে আদমদীঘি থানায় ১২৫ জনের নাম উল্লেখ করে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে গোপনে খবর পেয়ে আদমদীঘি বাজার এলাকা থেকে নাশকতার মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আহনাফ তাহমীদ আলিফকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
