Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্ক

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম

বগুড়ার যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্ক

বগুড়ার সারিয়াকান্দিতে উজান থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে পানি ৯৯ সেন্টিমিটার ও বাঙালি নদীতে ২৪ সেন্টিমিটার বেড়েছে।

নদী তীরবর্তী এলাকায় ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে কৃষকরা আতঙ্কে রয়েছেন।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বৃদ্ধি পেলেও এখন বন্যার সম্ভাবনা নেই।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির জানান, কয়েক দিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গত ৬ অক্টোবর থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে পানি ৯৯ সেন্টিমিটার বেড়েছে। ফলে পানি বিপৎসীমার ১৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া বাঙালি নদীতে গত ২৪ ঘণ্টায় পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পায়। এ সময় পানি বিপৎসীমার ২৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।

প্রকৌশলী হুমায়ুন কবির আরও জানান, সারিয়াকান্দির যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী দুই-তিন দিন পানি আরও বাড়িতে পারে। তবে এখন বন্যার আশঙ্কা নেই।

সারিয়াকান্দির দেবডাঙ্গা, মথুরাপাড়া, দীঘলকান্দিসহ কয়েকটি এলাকার কৃষক মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, সুজন মিয়া, রহিম উদ্দিন, সেকেন্দার আলী জানান, গত কয়েক দিন ধরে যমুনা ও বাঙালি নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। নদীতে প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় তারা ফসলি জমি ভাঙন আতঙ্কে রয়েছেন। এছাড়া নিচু এলাকায় নদীর পানি ঢুকে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম