|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর দুর্গাপুরে পিতার কাছে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস দিয়ে সোহেল রানা নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোহেল রানা (১৮) ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
এলাকাবাসী জানান, সোহেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন দুপুরে বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে তিনি অভিমানে শয়নকক্ষে বাঁশের তীরে রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
দুর্গাপুর থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ছেলেটি মাদকাসক্ত ছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
