সিংড়ায় দুটি সোঁতিজাল পুড়িয়েছে প্রশাসন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ার চলনবিলে অভিযান চালিয়ে দুটি সোঁতিজাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার শেরকোল ইউনিয়নের সিধাখালী এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের দুটি জাল জব্দ ও বাঁশের অবকাঠামো উচ্ছেদ করে বিলের পানি চলাচল স্বাভাবিক করা হয়। পরে জাল দুটি জনসম্মুখে পুড়িয়ে দেয় প্রশাসন।
সিংড়া উপজেলার সিধাখালী বিলে কতিপয় দুষ্কৃতকারী সোঁতিজাল পেতে মাছ শিকার করছেন- মুঠোফোনে এমন খবরে ইউএনও মাজহারুল ইসলামের নির্দেশে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিক, থানা পুলিশসহ মৎস্য অধিদপ্তরের লোকজন অংশগ্রহণ করেন।
এদিকে প্রশাসনের এ অভিযানে স্থানীয় জনতাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
সিংড়ার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, চলনবিলসহ সরকারি জলাশয়গুলো উন্মুক্ত থাকবে। এখানে কোনো অবৈধপন্থায় মাছ ও জীববৈচিত্র্য ধ্বংসের সুযোগ নেই। নিষিদ্ধ চায়না ও সোঁতিজালের বিরুদ্ধে প্রশাসন সব সময়ই তৎপর।
