Logo
Logo
×

সারাদেশ

বেনাপোল বন্দর পরিদর্শনে ভারতের ডেপুটি হাইকমিশনার

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম

বেনাপোল বন্দর পরিদর্শনে ভারতের ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পাওন কুমার তুলসি দাস বাদে ও দ্বিতীয় সেক্রেটারি গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বেনাপোল স্থলবন্দরে ছিলেন।

পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন রেজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রমের উন্নয়ন, সীমান্ত বাণিজ্যের সুষ্ঠু প্রবাহ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন রেজা বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি ভারতে যাওয়ার পথে সৌজন্যবশত বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। তারা নবনির্মিত কার্গো টার্মিনাল দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম