স্বামী ঘরে ঢুকে দেখেন স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী যুবক
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর পুঠিয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভ্যানচালক স্বামী বাড়ি ফিরে ঘরে ঢুকে দেখেন স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করছে প্রতিবেশী জুয়েল।
এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্প এলাকায়।
অভিযুক্ত ব্যক্তি নাটোর সদর উপজেলার জয়রামপুর গ্রামের নবাব আলীর ছেলে জুয়েল (৩৫)। ভুক্তভোগী নারী (২৮) ওই এলাকার এক ভ্যানচালকের স্ত্রী।
থানায় অভিযোগে জানা গেছে, ঘটনার রাতে ভ্যানচালক বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখেন- তার স্ত্রীকে ঘরের ভেতর জোরপূর্বক ধর্ষণ করছেন প্রতিবেশী জুয়েল। তার স্বামীর উপস্থিত জানতে পেরে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে ভ্যানচালক সুজন দাস স্থানীয় কিছু ব্যক্তিকে বিষয়টি জানালে তারা গোপনে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ভুক্তভোগী ও তার স্বামী আপস মীমাংসা করতে রাজি হননি।
পরের দিন ৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ওই নারী নিজে বাদী হয়ে পুঠিয়া থানায় ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
