Logo
Logo
×

সারাদেশ

নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৩৭ পিএম

নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর জলঢাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার খুটামারা ইউনিয়নের পাশাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে বটতলা চাড়ালকাটা নদীতে গোসল করতে নেমে অনেকক্ষণ যাবত উঠে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া না গেলে ঘটনাটি ফায়ার সার্ভিসকে জানানো হয়। দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে শিশু দুটির মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চলতি বর্ষা মৌসুমে অনেক জায়গায় গভীর খাল সৃষ্টি হয়েছে; যা উপরে থেকে বুঝা যায় না। এই গভীর খালগুলো শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নদী তীরবর্তী অধিবাসীদের শিশুদের অভিভাবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন উপস্থিত ফায়ার সার্ভিসের প্রতিনিধি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম