Logo
Logo
×

সারাদেশ

ইউপি সদস্যের কীটনাশক পানে আত্মহত্যা

Icon

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:২৮ পিএম

ইউপি সদস্যের কীটনাশক পানে আত্মহত্যা

ইউনুস আলী। ছবি: যুগান্তর

রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত ইউনুস আলী (৪০) উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের মোখলেছ আলীর ছেলে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, ইউপি সদস্য ইউনুস আলী পারিবারিক কলহ ও ঋণের জ্বালায় অতিষ্ঠ হয়ে গত বৃহস্পতিবার রাতে কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ইউপি সদস্য বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম