প্রতীকী ছবি০
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার সারিয়াকান্দিতে অপহৃত নবম শ্রেণির স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার এবং পলাতক প্রধান আসামি মো. মুসাকে (২১) গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে শহরের ঠনঠনিয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার ও আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতার যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকালে র্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।
মামলা ও র্যাব সূত্র জানায়, আসামি মো. মুসা বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের পাঁচকানিয়া গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে। সে সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা কেএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীর বাবা এ ব্যাপারে মুসাকে নিষেধ করলে মুসা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।
১০ জুলাই বিকাল ৪টার দিকে ওই ছাত্রী স্কুলে প্রাইভেট পড়ার জন্য নিউ সোনাতলা এলাকায় যায়। এ সময় প্রধান আসামি মো. মুসা ও অন্যরা ছাত্রীকে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে। পরে ছাত্রীর বাবা সারিয়াকান্দি থানায় অপহরণ মামলা করেন।
এরপর র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা আসামিদের গ্রেফতার ও ভিকটিম ছাত্রীকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা বাড়ান। গোপনে জানতে পারেন, গ্রেফতার এড়াতে আসামি বগুড়া শহরের দক্ষিণ ঠনঠনিয়া এলাকায় অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই এলাকার সোলায়মান প্রামাণিকের বাড়িতে অভিযান চালানো হয়।
সেখান থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী আসামি মো. মুসাকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থার জন্য তাদের সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, আদালতে ২২ ধারায় স্বীকারোক্তি রেকর্ড ও হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম ছাত্রীকে বগুড়ায় পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
