ধামরাইয়ে আনসার সদস্য শাকিল হত্যা মামলার আসামি গ্রেফতার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ধামরাইয়ে আনসার সদস্য শাকিল আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি আমিনুর রহমান বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি দক্ষিণ খাগাইল গ্রামের কবিরুল ইসলাম বেপারীর ছেলে ও মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি।
মামলা সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর রাতে দুর্গাপূজার মণ্ডপে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে বাইসা কান্দা ইউনিয়নের সিংচরি বাজারের কাছে শাকিলের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা লাঠি, শুটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে ফেলে রেখে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে পর দিন দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
