Logo
Logo
×

সারাদেশ

৩১ দফা জাতির মুক্তির সনদ: দুলু

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম

৩১ দফা জাতির মুক্তির সনদ: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৩১ দফা এ জাতির আগামী দিনের মুক্তির সনদ। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, দেশের অর্থনীতি, প্রশাসন, আইন, বিচার সব কিছু কিভাবে পরিচালিত হবে তার সব কিছুই ৩১ দফার মধ্যে রয়েছে।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দোসররা এ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা মনে করি এসব ষড়যন্ত্র-চক্রান্তকে মোকাবেলা করে বিএনপির কর্মীরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, সদস্য মোহাম্মদ আলী, ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান হেনা, বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, বিএনপি নেতা হুমায়ন কবীর ও বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা উপস্থিত ছিলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ৫ আগস্টের আগে যাদের চেহারা দেখা যায়নি, তারা নতুন নতুন মহাজন হয়ে সামনে এসে দাঁড়িয়েছেন। যাই হোক রাজনীতি প্রতিযোগিতা থাকতেই পারে, থাকবেই, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু আমরা চাই বিগত দিনে যারা রাজপথে ছিল, ১৫ বছর দলের জন্য কাজ করেছে, জীবনের ঝুঁকি নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছে তারাই হলো প্রকৃত সৈনিক। তাই আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম