Logo
Logo
×

সারাদেশ

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গ্রেফতার

গ্রেফতার দুজন। ছবি: যুগান্তর

ভোলার মনপুরায় বিশেষ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রহমান রাসেদ মোল্লা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) পরে দুপুর ৩টার দিকে আদালতের মাধ্যমে দুজনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে। ভোরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবদুর রহমান রাসেদ মোল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেফতার দুজনের বাড়ি উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট এলাকায়।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৬ মার্চ বনবিভাগের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে লুট করার অভিযোগ করা হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম