যুগান্তরে সংবাদ প্রকাশ
ইউএনওর সহযোগিতা পেলেন ক্যানসার আক্রান্ত রাবি শিক্ষার্থী
গুরুদাসপুর (নাটার) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম
সুমন। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র ক্যানসার আক্রান্ত সুমনের চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও ফাহমিদা আফরোজ।
সোমবার (১৩ অক্টাবর) শেষ বিকালে সুমনের চিকিৎসা সহায়তার জন্য তার বাবার হাতে তিনি চেক তুলে দেন।
রোববার দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ক্যানসারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাবির ছাত্র সুমন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নজরে এলে এ উদ্যোগ নেওয়া হয়।
সুমন নাটোরের গুরুদাসপুর উপজেলার চরপিপলা গ্রামের আজহার আলীর একমাত্র ছেলে ও ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া প্রমুখ।
আমরিকা প্রবাসী রাশিদুল ইসলাম, বিবেক ফাউন্ডেশন, নাটোর জেলা সমিতি ঢাকাসহ বিভিন্ন সামাজিক সংগঠন চিকিৎসা সহায়তা দিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সহযোগিতা পেয়ে সুমনের বাবা আজহার আলী উপজলা প্রশাসনের আর্থিক সহযাগিতার জন্য ইউএনও ফাহমিদা আফরোজসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেলোয়ার হোসেন, অগ্রণী ব্যাংক, চাঁচকড় শাখা নাটোর। হিসাব নম্বর-০২০০০২২০৮১১৫৮। বিকাশ ০১৭৬৪৯০৩০১১।
বর্তমানে সুমন ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
