Logo
Logo
×

সারাদেশ

দশমিনায় একদিন পর আরও এক চেয়ারম্যানের মৃত্যু

Icon

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:০৬ এএম

দশমিনায় একদিন পর আরও এক চেয়ারম্যানের মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় একদিনের ব্যবধানে মারা গেলেন আরও একজন সাবেক উপজেলা চেয়ারম্যান। সোমবার (১৩ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ইকবাল হাওলাদারের মৃত্যু হয়। 

১১ অক্টোবর শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন দশমিনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজের মৃত্যু হয়। 

ইকবাল হাওলাদার ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট তাকেসহ দেশে সিংহভাগ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। 

মৃত্যুকালে ইকবাল হাওলাদারের স্ত্রী, দুই কন্যাসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রয়েছেন। তার মৃত্যুতে দশমিনা সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন শওকত ও সাধারণ সম্পাদক মামুন তানভীর শোকাহত পরিবারের প্রতি গভীর শোকসহ সমবেদনা জানিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম