Logo
Logo
×

সারাদেশ

শেরপুর পোস্ট অফিসে ৫৩টি জালনোট পেলেন এক নারী

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৪:০৮ এএম

শেরপুর পোস্ট অফিসে ৫৩টি জালনোট পেলেন এক নারী

শেরপুর হেড পোস্ট অফিস থেকে তিন বছর মেয়াদি একটি ডিপোজিটের অর্থ তুলতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন এক নারী গ্রাহক। দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তুলে সেগুলোর মধ্যে ১০০০ টাকার ৫৩টি জাল নোট পাওয়ায় চরম হতাশায় মুষড়ে পড়েন ভুক্তভোগী শাহিনা বেগম। 

সদর উপজেলার গোনই মোমিনাকান্দার বাসিন্দা শাহিনা বেগম গত মঙ্গলবার (৭ অক্টোবর) তার মেয়াদ পূর্তি হওয়া সঞ্চয়পত্রের ২,৬৯,০০০ (দুই লাখ ঊনসত্তর হাজার) টাকা তোলেন। সেই টাকার বান্ডিলে ১০০০ টাকার ৫৩টি জালনোট ধরা পড়ে। 

সোমবার (১৩ অক্টোবর) টাকা নিয়ে শেরপুর শহরের উত্তরা ব্যাংকের একটি শাখায় জমা দিতে গেলে জাল টাকাগুলো ধরা পড়ে। আর এ নিয়ে জেলাজুড়ে শুরু হয় তোলপাড়। 

উত্তরা ব্যাংকের ক্যাশিয়ার মাহবুবুর রহমান জানান, সেই নারী ব্যাংকে টাকা জমা দিতে এলে মেশিনে ১০০০ টাকার  ৫৩টি জাল নোট ধরা পড়ে। এ কারণে আমরা টাকা জমা নিতে পারিনি। 

এদিকে শেরপুর হেড পোস্ট অফিসের পোস্টমাস্টার নূর কুতুব আলম জানান, যে সেকশনে ঘটনাটি ঘটেছে, আমরা সেই সেকশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছি। ঘটনাটি পাঁচ দিন আগে ঘটলেও আমরা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এ ব্যাপারে তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

পোস্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠান থেকে এমন জালনোট পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

শহরের মাধবপুর মহল্লার বাসিন্দা মানিক মিয়া জানান, বৃদ্ধা শাহিনা বেগমের সঙ্গে পোস্ট অফিসের যে ব্যক্তি এ প্রতারণার সঙ্গে জড়িত, তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে- এটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী নারী শাহিনা বেগম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম