বন্ধুর সঙ্গে বেড়াতে আসা স্কুলছাত্রীকে বাসের মধ্যে শ্লীলতাহানি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় বন্ধুর সঙ্গে বেড়াতে আসা দশম শ্রেণির স্কুলছাত্রীকে (১৭) বাসের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সোমবার বিকালে শহরতলির বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ গভীর রাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে আরকে ট্রাভেলসের চালক অভিযুক্ত সোহাইল হাসান শাকিবকে (২৬) গ্রেফতার করেছে। নির্যাতনের শিকার ছাত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বাসের মধ্যে স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনা জানাজানি হলে জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার ছাত্রীর ভগিনীপতি বগুড়ার শাজাহানপুর থানায় দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
বিকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন।
মামলা ও অভিযোগে জানা গেছে, স্কুলছাত্রী মোবাইল ফোনে তার ভগিনীপতি ইউসুফ আলীকে জানান, সোমবার সকাল ১০টার দিকে ময়মনসিংহের বন্ধু আবু বক্করের সঙ্গে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কড্ডার মোড় থেকে আরকে ট্রাভেলসের বাসে বগুড়ার দিকে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার শাজাহানপুরের বনানী মোড়ে হক পেট্রল পাম্পের সামনে মহাসড়কে পৌঁছে।
বাসের সব যাত্রী নেমে যাওয়ার পর চালক বগুড়ার শাজাহানপুরের জয়ন্তীবাড়ি গ্রামের তোজাম্মেল হকের ছেলে সোহাইল হাসান শাকিব ও হেলপার সৈকত (২২) তাদের জোরপূর্বক গাড়িতে রেখে দেন। পরে আসামিরা ছাত্রী ও তার বন্ধুকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে বন্ধুকে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর বাসের চালক সোহাইল হাসান শাকিব ওই ছাত্রীকে বাসের পেছনের ছিটে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রী চিৎকার দিলে আসামি তার মুখ চেপে ধরে।
তখন ছাত্রীর বন্ধু আবু বক্কর এগিয়ে এলে আসামিরা তাকে ভয়ভীতি দেখিয়ে ঢাকাগামী অন্য গাড়িতে তুলে দেন। তারপর বাসের চালক ও হেলপার আরকে ট্রাভেলস বাস বগুড়া পর্যটন মোটেলের পাশে গাড়ি ওয়াশ করার ডকে নিয়ে যায়। সেখানে তারা ভিকটিম ছাত্রীকে বসিয়ে রাখে।
এর কিছুক্ষণ পর আসামিদের সঙ্গে আরও ২-৩ জন এসে বিষয়টি কাউকে না জানাতে ছাত্রীকে ভয় দেখান। বাস ওয়াশ শেষে আসামিরা ছাত্রীকে বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে বাস থেকে নামিয়ে ছাত্রীকে ঢাকাগামী অন্য গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করেন; কিন্তু ছাত্রী বিষয়টি আরকে ট্রাভেলসের কাউন্টারে অবহিত করলে তারা পুলিশকে খবর দেন। পরে শাজাহানপুর থানা পুলিশ ভিকটিম ছাত্রীকে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিম ছাত্রীর ভগিনীপতি ইউসুফ আলী মঙ্গলবার দুপুরে শাজাহানপুর থানায় বাসের চালক ও হেলপারের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে মামলার আগেই ডিবি ও শাজাহানপুর থানা পুলিশ সোমবার রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের কালিহাতী থানার এলেঙ্গা এলাকা থেকে আসামি আরকে ট্রাভেলসের চালক সোহাইল হাসান শাকিবকে গ্রেফতার করে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, মঙ্গলবার আসামি শাকিবকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া ছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়। পরে ছাত্রী তার ভগিনীপতির সঙ্গে বাড়িতে ফিরে গেছেন।
