Logo
Logo
×

সারাদেশ

বিয়ের দাবিতে অনশনরত অন্তঃসত্ত্বা প্রেমিকার ওপর হামলা

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১১:০৮ পিএম

বিয়ের দাবিতে অনশনরত অন্তঃসত্ত্বা প্রেমিকার ওপর হামলা

বরিশালের গৌরনদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত ৩ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকার ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রেমিক পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার খাঞ্জাপুর গ্রামে প্রেমিক ইসমাইল শরীফের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভূক্তভোগী অভিযোগ করে বলেন, গত চার বছর ধরে একই গ্রামের মোকতার শরীফের ছেলে ইসমাইল শরীফের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে। গত ২ বছর আগে আমার পরিবার আমাকে অন্যত্র বিয়ে দেয়। বিয়ের পরপরই আমার স্বামী চাকরির জন্য ওমান প্রবাসে চলে যান। এ সুযোগে ইসমাইল আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করেন ইসমাইল। এ সময় ইসমাইল কৌশলে মোবাইল দিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করে রাখেন। পরবর্তীতে শারীরিক সম্পর্ক না করলে মোবাইল ফোনে ধারণ করা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেন। এতে আমি ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বিয়ের জন্য বললে ইসমাইল টালবাহানা শুরু করেন। তাই বিয়ের দাবিতে আমি মঙ্গলবার দুপুর ২টার দিকে ইসমাইলের বাড়িতে গিয়ে অনশন শুরু করি। এর আধাঘণ্টা পর ইসমাইলের ভগিনীপতি আবু বক্করের নেতৃত্বে ইসমাইলের পরিবারের সদস্যরা আমার ওপর হামলা চালায়। তখন স্থানীয়দের সহায়তায় আমি ঘটনাস্থল ত্যাগ করে প্রাণে রক্ষা পাই।

এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত প্রেমিক ইসমাইল শরীফের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে অভিযুক্তের ভগিনীপতি আবু বক্কর হামলার অভিযোগ অস্বীকার করেছেন।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম