Logo
Logo
×

সারাদেশ

বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৩ পিএম

বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

বাবাকে নৃশংসভাবে হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পারিবারিক জমিতে পাট কাটা নিয়ে বাবা লিল মিয়া (৭৫) ও ছেলে জসিম উদ্দিনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া সেই ঝগড়া একপর্যায়ে রক্তাক্ত ঘটনায় রূপ নেয়।

ক্ষিপ্ত হয়ে জসিম উদ্দিন ঘরে গিয়ে কাঠের ছিয়া হাতে নিয়ে বাবার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে গুরুতর জখম হন বৃদ্ধ লিল মিয়া। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ছেলে জসিম উদ্দিনকে গ্রেফতার করে।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করে, যেখানে জসিম উদ্দিনকে ঘটনাটির একমাত্র দায়ী হিসেবে অভিযুক্ত করা হয়।

এরপর ২০২৪ সালের ৭ অক্টোবর পেনাল কোডের ৩০২/৩২৩ ধারায় আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ, নথি ও ফরেনসিক প্রমাণ পর্যালোচনা শেষে বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত জসিম উদ্দিনকে তার পিতা হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে রূপান্তরিত হবে।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন খান বলেন, এটি একটি মর্মান্তিক পারিবারিক হত্যা। আদালতের রায়ের মাধ্যমে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ রায়ে সন্তুষ্ট।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নাজমুল হক রিটন বলেন, আমরা এই রায়ে সংক্ষুব্ধ। উচ্চ আদালতে আপিল করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম