গায়েহলুদের দিন মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৭:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে বিয়ের পিঁড়িতে বসা হলো না সুমন আহমেদ নামে হতভাগ্য এক যুবকের। গায়েহলুদের দিন নিজ মোটরসাইকেলে প্রাণ গেল তার।
স্থানীয় ইটভাটার একটি দ্রুতগামী ট্রাক ওই মোটরসাইকেলটি চাপা দিলে সুমন (২৬) নামের ওই যুবক চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি পেশায় পোশাক শ্রমিক ছিলেন।
বুধবার বেলা ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা ওই পোশাক শ্রমিকের লাশটি উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে।
সড়ক দুর্ঘটনায় নিহত সুমন পোশাক শ্রমিকের বাড়ি উপজেলার সোয়াপুর এলাকায়। তিনি ফারহান ফ্যাশন অ্যান্ড পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।
গাজীপুর জেলার পানিসাইল এলাকায় কোভিদ মাতাব্বরের মেয়ে কবিতা আক্তারের সঙ্গে ওই পোশাক শ্রমিক সুমন মিয়ার বিয়ে ঠিকঠাক হয়েছিল। বুধবার সন্ধ্যায় তাদের গায়েহলুদের অনুষ্ঠান ধার্য ছিল। বৃহস্পতিবার ছিল বিয়ে। সেজন্য গায়েহলুদের পোশাক ও অন্যান্য পণ্যসামগ্রী কেনাকাটা করার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি নিয়ে সাভারের নবীনগর ক্যান্টনমেন্ট সেনা কমপ্লেক্সে রওনা হয়েছিলেন ওই পোশাক শ্রমিক সুমন মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে ওই পোশাক শ্রমিক মহাসড়কের ফুটপাত ঘেঁষেই যাচ্ছিলেন। ঘাতক ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে এসে ওই মোটরসাইকেলটি চাপা দেয়। আর এতেই ঘটনাস্থলে মারা যান পোশাক শ্রমিক সুমন মিয়া। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে পালিয়ে যায়।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ সড়ক দুর্ঘটনার বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি। পরিবারের লোকজন এ বিষয়ে অভিযোগ করলে তদন্তসাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
