নিজের স্টেডিয়ামে দেড় যুগ পর টুর্নামেন্ট উদ্বোধন করলেন মেজর হাফিজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার লালমোহনে ১৮ বছর পর নিজের প্রতিষ্ঠিত বীরবিক্রম মেজর হাফিজ স্টেডিয়ামে প্রথমবারের মতো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।
বুধবার (১৫ অক্টোবর) বিকালে এর উদ্বোধন করা হয়।
১৮ বছর ধরে পরিত্যক্ত থাকা এই স্টেডিয়ামটি ময়লার ভাগাড় থেকে পরিচ্ছন্ন করে আসল রূপে ফিরিয়ে এনে প্রথমবারের মতো লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আনুষ্ঠানিক আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
স্টেডিয়ামের প্রতিষ্ঠাতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ টুর্নামেন্টের উদ্বোধনকালে বলেন, খেলাধুলার মাধ্যমে সমাজের অনেক কালিমা দূর হয়ে যাবে। যেই উদ্দেশ্যে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল তা এতকাল বন্ধ করে রাখা হয়েছিল।
তিনি বলেন, লালমোহনের খেলোয়াড়রা এখানে প্রাণখুলে খেলাধুলা করতে পারবে। টুর্নামেন্ট চলাকালে জেলাপর্যায়ে মাধ্যমিকে মেয়েদের ফুটবল খেলায় লালমোহন উপজেলার রহিমপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যেক খেলোয়াড়কে সংবর্ধিত করা হয়।
মেজর হাফিজ বলেন, ভোলার মেয়ে ফুটবলাররাও একদিন আমাদের ভোলার গৌরব বয়ে আনবে। মেয়েরাও একদিন বিশ্বকাপে খেলে আমাদের মুখ উজ্জ্বল করবে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদার প্রমুখ।
সকালে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ নিজ বাসভবনে উপজেলা যুবদলের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
