|
ফলো করুন |
|
|---|---|
হত্যাসহ আটটি মামলায় নাটোর পৌর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নাটোর শহরের কান্দিভিটা এলাকা থেকে তাকে আটক করে নাটোর সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, উজ্জ্বলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতার অভিযোগে আটটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত উজ্জ্বল নাটোর সদরের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর।
নাটোর সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হবে।
