Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে দোয়া

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪৯ পিএম

বিএনপি নেতাদের রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে দোয়া

ছবি: যুগান্তর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রয়ি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাই এবং শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম নাজিম উদ্দিনের দ্রুত রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সিরাজদিখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজদিখান কেয়াইন ইউনিয়নের নিমতলা শওকত মার্কেটের তৃতীয়তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

পরে জেলা শ্রমিক দলের ও মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার শ্রমিক নেতাদের নিয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। 

মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। 

এতে উপস্থিত ছিলেন- ইফতেখারুল আলম রিপন, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আওলাদ হোসেন খান, মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক হামিদা আক্তার অর্থি, কেয়াইন ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিন শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দিলু, জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য মো. বাবু সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম খানসহ অসুস্থ নেতাদের জন্য আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। তাদের সুস্থতা জাতির জন্য আশীর্বাদ হবে, কারণ তারা দেশ ও শ্রমিক অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।

নজরুল ইসলাম খান দেশের একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। তার অসুস্থতায় জাতীয়তাবাদী পরিবার গভীরভাবে উদ্বিগ্ন। তারা দ্রুত আরোগ্য লাভ করে আবারও রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠবেন এমন কামনাই করেন উপস্থিত সবাই।

অনুষ্ঠানের শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আব্দুল হাই, বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এম নাজিম উদ্দিনের সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম