ছাত্র আন্দোলনে সাদ হত্যা মামলায় ভিপি হাবিব গ্রেফতার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় সাবেক ভিপি হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌর শহরের ইসলামপুর-নয়েরহাট বংশী সেতুর উপর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
হাবিবুর রহমান খান হাবিব ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ধামরাই পৌর শহরের মোকামতলা মহল্লার বাসিন্দা মোহাম্মদ লাবু খানের ছেলে।
ধামরাই থানার এসআই মোহাম্মদ জিয়াউদ্দিনের নেতৃত্বাধীন আভিযানিক দল হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেফতার করে।
এসআই জিয়াউদ্দিন বলেন, ওই ছাত্রলীগ নেতাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার ঢাকার ধামরাই বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।
