Logo
Logo
×

সারাদেশ

কলেজের ১১ শিক্ষক মিলেও পাশ করাতে পারেননি ১০ শিক্ষার্থীকে!

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৬:০৭ পিএম

কলেজের ১১ শিক্ষক মিলেও পাশ করাতে পারেননি ১০ শিক্ষার্থীকে!

প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৪৩টি কলেজের থেকে কেউ পাশ করেনি। উক্ত ৪৩টি কলেজের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাট কলেজের নাম রয়েছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, কবিরাজ হাট কলেজের অংশ নেওয়া ১০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। কলেজে শিক্ষক রয়েছেন ১১ জন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালে কলেজটি স্থাপিত হয়। ২০২৩ সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি লাভ করে। বর্তমানে কলেজে ১১ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী কর্মরত আছেন। গত বছর এই কলেজ থেকে ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছে। তবে এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীর কেউ পাশ করেনি।

এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ হিমাদ্রি রায় জানান, কলেজটির অবস্থান প্রত্যন্ত অঞ্চলে এবং এই এলাকার বেশির ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে সংসারে আর্থিক দৈন্যতা কাটিয়ে উঠতে বেশির ভাগ শিক্ষার্থীকে পরিবারের সঙ্গে কাজে যেতে হয়। এ কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশে উপস্থিত থাকে না। পাশাপাশি এ বছর দেশের রাজনৈতিক ও কলেজের বিভিন্ন সংকটের কারণে কাঙ্ক্ষিত ফলাফলে অর্জনে আমাদের চেষ্টা ব্যর্থ রয়েছে। সদ্য একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত কলেজটি এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে কলেজের আর্থিক এবং কক্ষ ও আসবাবপত্র সংকট শিক্ষাদানে প্রভাব ফেলেছে। সংকট কাটিয়ে উঠতে আমরা নতুন করে উদ্যোগ গ্রহণ করেছি; যাতে কলেজটি তার গৌরব ফিরে পায়।

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম