Logo
Logo
×

সারাদেশ

মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম

মধুপুরে ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত, আহত ১০

টাঙ্গাইলের মধুপুরে মাহিন্দ্রা, পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চল এলাকার পঁচিশ মাইলের উত্তরে বড়বাইদ এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার ভাইঘাটের বাসিন্দা কাজিম উদ্দিনের ছেলে জুলহাস উদ্দিন (৫০) ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৮)।

আহতদের মধ্যে আশঙ্কাজনক বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

ব্যাটারিচালিত অটোভ্যানরিকশার যাত্রী আহত জলছত্র গ্রামের শিমুল মিয়া জানান, দ্রুতগতির মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পেঁয়াজভর্তি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা এ সংঘর্ষে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

মধুপুর থানার ওসি এমরানুল কবির দুইজন নিহতের কথা জানিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় শিশু নারীসহ অন্তত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম