Logo
Logo
×

সারাদেশ

ডুবের প্রতিযোগিতা করতে যাওয়াই কাল হলো তার

Icon

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম

ডুবের প্রতিযোগিতা করতে যাওয়াই কাল হলো তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে গোসলে গিয়ে স্থানীয় কিছু ছেলেদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করতে যান সিয়াম সরদার নামে এক যুবক। প্রতিযোগিতায় নেমে পুকুরেই মারা যান তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সখিপুর ইউনিয়নের ইউসুফ আলী সরকারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়াম সরদার (২৪) ওই সখিপুর ইউনিয়নের ইউসুফ আলী সরকারকান্দি এলাকার বাসিন্দা বোরহান সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে স্থানীয় কিছু ছেলেরা একসঙ্গে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা ডুবের প্রতিযোগিতা করেন। সবাই উঠে গেলেও সিয়াম না ওঠায় সবার মাঝে আতঙ্ক সৃষ্টি হয় কিছুক্ষণ পর হঠাৎ তিনি পানিতে নিস্তেজ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, পানিতে নামার পর হঠাৎ স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন বলেন, সিয়াম খুব ভালো মানুষ ছিলেন। কিছু দিন ধরে ওর বুকে ব্যথা ছিল। ঠিকমতো খেতে পারত না। আজ গোসল করতে গিয়ে দম বন্ধ হয়ে সে মারা যায়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সিয়ামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম