Logo
Logo
×

সারাদেশ

আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতার বাবা নিহত, আহত ১০

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৪ পিএম

আধিপত্য নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবদল নেতার বাবা নিহত, আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই  গ্রুপের সংঘর্ষে যুবদলের এক নেতার বাবা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার রাত ৮টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতের নাম আব্দুল বাতেন (৬৮)। তিনি ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়ার পিতা। তিনি মাছের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম ছোট ভাই হাসিবুল হক হাসান গত শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে মসজিদে বক্তব্য রাখেন। এর পরপরই হাসান গ্রুপ ও শাহজাহানের গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনা এবং এলাকার আধিপত্য নিয়ে রেজাউল করিমের সঙ্গে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল।

এ নিয়ে বুধবার রাত ৮টায় গ্রামের ওয়াজ মাহফিল কোন জায়গায় হবে এ নিয়ে রেজাউল ও শাহজাহানের লোকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে রেজাউল করিম, তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহানের লোকদের ওপর হামলা করে। পরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাতেনসহ ১০ জন আহত হন। আহত বাতেন বৃহস্পতিবার সকাল ১০টায় মারা যান।

নিহত বাতেনের ছেলে যুবদল নেতা শাহজাহান বলেন, কোনো কারণ ছাড়াই করিমের লোকজন আমাদের ওপর হামলা করে। এতে আমার বাবা মারা যান। আমরা এ ঘটনার বিচার চাই।  এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম