বিক্রমপুর আদর্শ কলেজে পাশের হার ৭৮ শতাংশ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ সিরাজদিখানের বিক্রমপুর আদর্শ কলেজে সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। এ বছর কলেজটির মোট পাশের হার দাঁড়িয়েছে ৭৮ শতাংশ।
কলেজ সূত্রে জানা গেছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১৫৬ জন। এরমধ্যে পাশ করেছে ১২৩ শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের জাকিয়া মনি, মানবিক বিভাগের মো. আলিনুর ইসলাম, ব্যবসায় শিক্ষা বিভাগের নুসরাত জাহান অহনা। পাশের হার ৭৮.৮৫%।
ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ উৎসবের পরিবেশ দেখা গেছে। শিক্ষার্থীরা শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে উল্লাস প্রকাশ করে একে অপরকে মিষ্টি খাইয়ে অভিনন্দন জানায়।
অভিভাবক অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি বলেন, আমাদের সন্তানদের এইচএসসি পরীক্ষায় এমন ভালো ফল পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের নিবেদিত প্রাণ দিকনির্দেশনা এবং কলেজের সার্বিক সহযোগিতা সবকিছুই প্রশংসার দাবিদার।
বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওযাহিদুর রহমান খান বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের জন্য আমরা ইতোমধ্যেই শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
