|
ফলো করুন |
|
|---|---|
খুলনার পাইকগাছার সোলাদানা বাজারের খাঁ বাড়ির সামনে শিবসা নদীর চর থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ পেয়ে নৌপুলিশ লাশটি উদ্ধার করে।
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নৌপুলিশের কর্মকর্তা জানান।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি নৌপুলিশের। তারা লাশ উদ্ধার করেছে। থানায় এখনো পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মূল ঘটনা জানা যাবে।
এদিকে বৃহস্পতিবার আরও একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া গেছে। তিনি খুলনার সোনাডাঙ্গার রানা খলিফা।
