Logo
Logo
×

সারাদেশ

গোসাইরহাটে যে কলেজ থেকে একজনও পাশ করেনি

Icon

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম

গোসাইরহাটে যে কলেজ থেকে একজনও পাশ করেনি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গরীবেরচর স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাশ করেনি। এর আগেও আরও দুবার একই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাশ করতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে জানা গেছে, গরীবেরচর স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর ১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাশ করতে পারেনি। গরীবেরচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শামীম আহমেদ জানান, আগামীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই পাশ করবে।

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম