Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর প্রস্তুতিকালে আ.লীগের দুই নেতা আটক

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম

ভারতে পালানোর প্রস্তুতিকালে আ.লীগের দুই নেতা আটক

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে বরগুনা জেলা ও বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

আটককৃতরা হলেন- বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল (৫৭)।

আটক মাহমুদুল আজাদ রিপন বরগুনা সদর উপজেলার চরকলোনী গ্রামের মো. আজাহার আলীর পুত্র এবং হাফিজুর রহমান ইকবাল বরিশাল জেলায় উজিরপুর উপজেলার কেশবকারী গ্রামের রফিজ উদ্দিনের পুত্র।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ওই দুজন ব্যক্তি দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার ভেলারপাড় গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাফিরা করছিলেন। স্থানীয়রা ওই দুজনকে তাদের অবস্থানের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর না দেওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এলাকাবাসী বিষয়টি বিরামপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত হয়।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা বিরামপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য সেখানে অবস্থান করছিলেন।

তিনি জানান, আটক দুজনের নামে তাদের নিজ এলাকায় তিনটি করে মামলা রয়েছে। তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম