Logo
Logo
×

সারাদেশ

৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:৩৯ এএম

৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ছবি: যুগান্তর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় মাদকসহ একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তা থেকে ৭৫ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।   

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে সফিকুল ইসলাম (৫০)।

ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম