মা ইলিশ রক্ষা অভিযানে জেলেসহ ২ লাখ মিটার জাল আটক
নীল রতন, বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুজ্জামানের নেতৃত্বে যৌথবাহিনীর সহায়তায় গত তিন দিনে তেতুলিয়া নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫)-এর সংশ্লিষ্ট ধারায় অর্ধশত জেলে ও ২ লাখ মিটার জাল আটক করা হয়েছে। আটককৃত জেলেরা ভোলা, পটুয়াখালীসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
আটককৃত জেলেরা সবাই নিজেদের দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান উজ্জামান ও সহকারী কমিশনার ভূমি রনজিৎ চন্দ্র দাস যৌথ মোবাইল কোটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা করেছেন । অপ্রাপ্তবয়স্ক জেলেদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে উদ্ধারকৃত কয়েকশ কেজি মা ইলিশ মাছ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত ২ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান জানান, ২২ দিনের মা ইলিশ রক্ষা অভিযানের আগেই উপজেলার প্রতিটি ইউনিয়নে জেলেদের মাঝে যথাসময়ে বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে । তারপরও জেলেরা হুমড়ি খেয়ে নদীতে নামছে আর আটক হচ্ছে । দিনরাত যৌথ বাহিনীসহ কয়েকটি টিম অভিযান পরিচালনা করেও হিমশিম খেতে হচ্ছে ।
তিনি অভিযানের সফলতা দাবি করে বলেন, অন্য বছরের তুলনায় এবারের মা ইলিশ রক্ষা অভিযান অনেকটা সফল ।
এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার গোবিন্দ চন্দ্র মন্ডল, নৌবাহিনী, কোস্টগার্ড, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
