Logo
Logo
×

সারাদেশ

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১১:১২ পিএম

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

রাঙামাটিতে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৫) ডেকে নিয়ে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শহরের বাস টার্মিনাল এলাকার শান্তিনগরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সালাউদ্দিন ওই এলাকার মাদক ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।    

জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাড়ি নড়াইল জেলায়। কয়েক মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে রাঙামাটির শান্তিনগরের সালাউদ্দিনের সঙ্গে। শুরুতেই তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এর একপর্যায়ে বিয়ের প্রলোভনে পড়ে নড়াইল থেকে রাঙামাটির সালাউদ্দিনের নিকট চলে যায় ভুক্তভোগী মেয়েটি। এরপর রাঙামাটি শহরের ওই এলাকায় ভাড়া বাসায় আটকে রেখে তিন দিন ধরে মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতন চালান সালাউদ্দিন। 

শনিবার বিকালে নিজেকে বাঁচাতে বন্দিঘর থেকে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দেয় মেয়েটি। এ সময় ঘর থেকে পালিয়ে যান অভিযুক্ত সালাউদ্দিন। পরে স্থানীয়রা ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশে খবর দিলে এদিন রাতে ভুক্তভোগী মেয়েকে থানায় নিয়ে যায় পুলিশ। 

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী কিশোরী জানিয়েছে সালাউদ্দিন তাকে ধর্ষণ করেছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম