Logo
Logo
×

সারাদেশ

রশিদে লেখা ‘পার্কিং’, আদায় হচ্ছে যাত্রী তোলার ‘চাঁদা’

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম

রশিদে লেখা ‘পার্কিং’, আদায় হচ্ছে যাত্রী তোলার ‘চাঁদা’

ছবি: যুগান্তর

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন এলাকায় সিএনজিচালিত অতো রিকশায় যাত্রী তোলা বা নামানোর সময় পৌরসভার নামে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। রশিদে ‘পার্কিং আদায়’ লেখা থাকলেও বাস্তবে নেওয়া হচ্ছে যাত্রী তোলার চাঁদা। এতে ক্ষোভ জানিয়েছেন চালক ও সাধারণ যাত্রীরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাউজান থেকে রাঙ্গুনিয়ার গোডাউন এলাকায় আসা এক সিএনজিচালিত অটোরিকশা ইছাখালিমুখী দুই যাত্রী তুললে সঙ্গে সঙ্গে এক ব্যক্তি এসে ১০ টাকার একটি রশিদ ধরিয়ে দেন। রশিদে লেখা ছিল ‘পার্কিং আদায় রশিদ’।

অটোরিকশা চালক আবদুস সবুর জানান, যাত্রী ওঠানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এসে জোর করে রশিদ ধরিয়ে দেন এবং টাকা না দিলে গাড়ি চালানো বন্ধ করার হুমকি দেন।

এ সময় উপস্থিত দুই যাত্রী কাউসার হোসাইন ও সেতুল মির্জা অসন্তোষ প্রকাশ করেন।

কাউসার হোসেন বলেন, এটা চাঁদাবাজি ছাড়া কিছু নয়। পৌরসভা যদি সত্যিই এসব রশিদ দেয়, তাহলে এটা যাত্রীদের জন্য বড় অন্যায়। যাত্রী তোলা কোনো অপরাধ নয়।

অন্য যাত্রী সেতুল মির্জা বলেন, চালকদের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া পুরোপুরি অবৈধ। রশিদে পার্কিং লেখা, কিন্তু আদায় হচ্ছে যাত্রী ওঠা-নামার নামে। আমরা চোখের সামনে অন্যায় দেখেও কিছু বলতে পারছি না। 

চালক ও স্থানীয়দের অভিযোগ, পৌরসভা নাগরিক সেবা উন্নয়নে তেমন কোনো উদ্যোগ না নিলেও ইজারার নামে নতুন নতুন রাজস্ব খাত খুলছে। আসন্ন পৌর নির্বাচনের আগেই সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানারে ভরে যাবে। কিন্তু নাগরিক ভোগান্তির দিকে কারও নজর নেই এখন।

এ বিষয়ে রাঙ্গুনিয়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, পার্কিং গাড়ি ছাড়াও চলাচল করা গাড়ি থেকে টোকেন দিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ পেয়েছি। ইজারাদারদের ডেকেছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম