মেয়েকে হত্যার দায়ে বাবার কারাদণ্ড
ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন সেখানকার একটি আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে চৌকি অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ রায় দেন।
সূত্র জানায়, চরফ্যাশন উপজেলার জাহানপুরে মো. ফারুক হোসেনের মেয়ে খাদিজা আক্তার খুকীর (২০) লাশ ২০২০ সালের ১২ সেপ্টেম্বর একটি বিল থেকে উদ্ধার করে পুলিশ। প্রথমে অজ্ঞাত লাশ হিসেবে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দেন চরফ্যাশন থানার এসআই সাফুল ইসলাম। তদন্তে প্রকাশ পায়, নিহত ব্যক্তি খাদিজা আক্তার খুকী এবং তার হত্যাকারী অভিযুক্ত আসামি বাবা মো. ফারুক হোসেন।
ফারুক ঢাকায় একটি বাড়িতে গার্ড হিসেবে চাকরি করতেন। মেয়ে গ্রামের বাড়িতে দাদির কাছে থাকতো। খুকীর জন্মের পরপরই তার মা এই পরিবার ত্যাগ করে অন্যত্র বিয়ে করেন। এদিকে দাদির কাছে বড় হওয়া খুকী ক্রমেই বেপরোয়া হয়ে ওঠেন। অপরাধ জগতে জড়িয়ে পড়েন।
মেয়ের বেপরোয়া চলাফেরা ও একাধিক চুরির মামলার আসামি হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি বাবা ফারুক হোসেন। ঢাকা থেকে বাড়ি এসে এসব ঘটনা জানার পর মেয়েকে মারধর করে গলায় গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করার একপর্যায়ে খুকী মারা যান।
মেয়ে হত্যার কথা স্বীকার করে ফারুক হোসেন জানান, মেরে ফেলতে নয়; শাসন করতে চেয়েছিলেন।
তিনি আদালতকে জানান, এ ঘটনায় তিনি অনুতপ্ত। ছোটবেলায় মেয়েকে রেখে তার মা অন্যত্র চলে যান। সেই থেকে মেয়েকে লেখাপড়া ও বড় করে তোলার জন্য নিজে আর বিয়ে করেননি ফারুক। মেয়ের জন্যই তিনি ঢাকায় চাকরি করতেন।

