|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ঝিনাইগাতীতে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মরিচ ফুল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিচ ফুল ওই এলাকার মৃত হাশেম আলীর স্ত্রী।
আহতরা হলেন— জসমত আলী (৩৫), হুজুরা বেগম (৩০), শুকুর আলী (২২), সুজন আলী (২৫) ও সুহাগ (২৮)। এর মধ্যে জসমত আলীকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের দেবর লাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ কালাম গংদের সঙ্গে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল এবং নিহত মরিচ ফুলের কাছে বেশ কিছু নগদ টাকা হাওলাত নেয় কালাম। সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মরিচ ফুলের বুকে ছুরি বসিয়ে দিলে ঘটনাস্থলেই মারা যান বিধবা ওই নারী।
শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. উপল সাহা বলেন, নিহত নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, গুরুতর একজনকে ময়মনসিংহে রেফার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ নিহতের লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী সদর থানার ওসি আল-আমীন জানান, এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
