নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ফলস ছাদ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিক হেলাল উদ্দীন (৩৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার কামাল উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ভবনের উপরে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় উপরের নির্মাণাধীন অংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে হেলাল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া ফায়ার সার্ভিস অফিসার আজাদুল ইসলাম বলেন, খবর পেয়ে হেলালের লাশ উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণকাজে নিরাপত্তা ঘাটতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
