Logo
Logo
×

সারাদেশ

পরপর দুইবার সাপের কামড়, ওঝার কাছে নেওয়ায় গৃহবধূর মৃত্যু

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম

পরপর দুইবার সাপের কামড়, ওঝার কাছে নেওয়ায় গৃহবধূর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে বিষাক্ত সাপের কামড়ে জোলেখা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তিনি মারা যান। তাকে পরপর দুইবার সাপে কামড় দেয়। তাকে ওঝার কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে ওই গৃহবধূর মৃত্যু হয়।

মৃত জোলেখা বেগম উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী সড়কপাড়া এলাকার অপু আহম্মেদের স্ত্রী।

স্থানীয় ওয়ার্ড সদস্য সাহেদ আলী জানান, সোমবার রাত ১২টার দিকে হাঁস-মুরগির শোরগোল শুনে দেখতে যান। এ সময় তিনি অন্ধকারে ছোট্ট কুঠি ঘরের ভেতরে হাত দিলে সেখানে থাকা সাপে তাকে দংশন করে। পরে কিসে কামড় দিল দেখার জন্য টর্চলাইট এনে ভেতরে হাত দিয়ে আলো জ্বালালে পুনরায় সাপ তাকে দংশন করে; কিন্তু এরপরও তিনি চিকিৎসা না নিয়ে বাড়িতে থাকেন।

তিনি জানান, রাত ৩টার দিকে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সকালে তাকে পাবনা সরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম