১৮ মামলার আসামি মাদক কারবারি গ্রেফতার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৪:১০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযানে আলোচিত আসামি মাদক কারবারি রাকিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৩টি মাদক, পুলিশ মারধর, ডাকাতি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে। একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত রাকিব।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ডের জিনের মসজিদ এলাকার মৌলভী সাহেবের বাড়ির নিজ ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, যৌথবাহিনী একাধিকবার অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি। রাকিব মাদক কারবারসহ নানা অন্যায় কাজে জড়িত।
রায়পুর থানার এএসআই সজীব বলেন , রাকিবের বিরুদ্ধে মাদক ব্যাবসা ও পুলিশ মারধরসহ মোট ১৮টি মামলা রয়েছে। যার মধ্যে ১৩টি মামলাই হলো মাদকের।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, রাকিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

