Logo
Logo
×

সারাদেশ

দুর্গন্ধ পেয়ে ঘরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম

দুর্গন্ধ পেয়ে ঘরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদত আলী (৫০) নামে সিএনজিচালিত অটোরিকশাচালকের পচন ধরা লাশ পাওয়া গেছে। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের বাড়ির শয়ন ঘর থেকে লাশটি উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাদত আলী উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর সোনারপাড়া গ্রামের গ্রামপুলিশ শাহজাহান আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্ত্রী ও সন্তানদের সঙ্গে সম্পর্ক না থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। কিছুদিন ধরে তিনি বিভিন্ন অসুখে ভুগছিলেন। গত ১৮ অক্টোবর তাকে বাড়িতে ঢুকতে দেখা গেছে। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।

২১ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার পর তার শয়ন ঘর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। প্রতিবেশীরা খবর দিলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে বিছানায় তার পচন ধরা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বুধবার শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, পরিবার থেকে বিচ্ছিন্ন অটোরিকশাচালক শাহাদত আলী একাই বসবাস করতেন। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তিনি অসুখে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম