Logo
Logo
×

সারাদেশ

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাই এ সরকারের প্রধান কাজ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করাই এ সরকারের প্রধান কাজ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পিত করাটাই এ সরকারের প্রধান কাজ। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যান, তবে রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা রূপরেখাকে সামনে রেখে সব দলকে সঙ্গে নিয়ে সরকার পরিচালনা করব।

বুধবার (২২ অক্টোবর) বিকালে আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয় মাঠে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিরাট জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

বিএনপির ৩১ দফা রূপরেখা মূলত রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং প্রশাসনিক সংস্কারের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা। আব্দুস সালাম বলেন, এই ৩১ দফা হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার— যার মাধ্যমে আমরা একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠন করতে চাই।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ৩১ দফা রূপরেখা শুধু বিএনপির রাজনৈতিক নথি নয়, এটি হবে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের কর্মপরিকল্পনা। জনগণের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়।

আড়ানী পৌর বিএনপির আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্সাল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. হাকিম সরকার।

আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টুর পরিচালনায় এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েলের সার্বিক সহযোগিতায় অতিথি ছিলেন- রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী এশা, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক নাজমুল হক, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা যুবদলে আহ্বায়ক মাসুদুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক মিলন প্রাং, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার, আড়ানী পৌর বিএনপির সহ-সভাপতি আফতাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাদ আহমেদ তুফান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন লিটন, জিয়াউল হক জিয়া, সাবেক সদস্যসচিব রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলেহ আহমেদ, সদস্য আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, আড়ানী পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, আড়ানী পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া খাতুন, সাধারণ সম্পাদক সালেহা বেগম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম