Logo
Logo
×

সারাদেশ

একদিকে ইলিশ রক্ষায় অভিযান, অন্যদিকে শিকারের মহোৎসব!

Icon

মতিউর রহমান, মানিকগঞ্জ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩১ এএম

একদিকে ইলিশ রক্ষায় অভিযান, অন্যদিকে শিকারের মহোৎসব!

ছবি: যুগান্তর

পদ্মা-যমুনায় একদিকে চলে মা ইলিশ রক্ষা অভিযান, অন্যদিকে ইলিশ শিকারিদের ইলিশ ধরার মহোৎসব! সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে মৌসুমি শিকারিরা যেন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে কে বেশি ধরবে, কে বেশি বিক্রি করবে।

মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও দৌলতপুরের প্রায় ৭০ কিলোমিটার নদীপথে চলছে ইলিশ নিধনের উৎসব।

ইলিশ শিকারিদের সোর্সরা এতটাই তৎপর যে, প্রশাসন নদীতে নামার আগেই অভিযানের খবর মোবাইল ফোনে পৌঁছে যায় চর থেকে চরে। অধিকাংশ সময় মা ইলিশ রক্ষা অভিযানিক দল অভিযানের নৌকা নিয়ে পৌঁছায়, তখন নদীতে দেখে শুধু ঢেউ! জাল নেই, শিকারি উধাও। কিন্তু ঘণ্টা দুয়েক পরই আবার সেই জায়গাতেই জাল ফেলছে অন্য দল।

অভিযোগ রয়েছে, অভিযানে অংশ নেওয়া লোকদের ভেতরেই আছে অসাধু ব্যক্তি, যাদের কাজ একটাই অভিযানের খবর আগে থেকেই শিকারির এজেন্টদের কাছে মোবাইল বার্তায় পৌঁছে দেওয়া। বিনিময়ে মোটা অঙ্কের লেনদেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নদী তীরবর্তী উপজেলা প্রশাসনের এক কর্তা ব্যক্তির গাড়িচালকের সঙ্গে ইলিশ শিকারি চক্রের রয়েছে গোপন আঁতাত। গত বছরও ওই গাড়িচালকের মাধ্যমে প্রশাসনের কর্তা ব্যক্তির কাছে চলে গেছে মোটা অঙ্কের টাকা বান্ডিলসহ বড় সাইজের কার্টনে কার্টনে ইলিশ মাছ। মাছগুলো জেলা প্রশাসনসহ ঢাকার বিভিন্ন বড় মাপের অফিসারের বাসায় পাঠানো হতো রাতের অন্ধকারে, তাও আবার সরকারি গাড়ি করে।

মৎস্য বিভাগ ও শিবালয় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২১ দিনে হয়েছে ২৪০ অভিযান, ৭০টি মোবাইল কোর্ট, ১১৪টি মামলা, ৭২ জনের জেল এবং এক লাখ ৭৬০ টাকা জরিমানা। ধ্বংস করা হয়েছে এক কোটি ৮ লাখ মিটার কারেন্ট জাল। জব্দ তালিকায় ইলিশের পরিমাণও কম নয়। ৩ টন মা ইলিশ শুনলে মনে হবে অভিযান দারুণ সফল!

জব্দকৃত ইলিশগুলো বিতরণ করা হয়েছে শিবালয়সহ জেলার বিভিন্ন এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে। তবে শিকারিরা কি পরিমাণ ইলিশ নিধন করল এর কোনো পরিস্যংখ্যান নেই সংশ্লিষ্টদের কাছে।

সূত্র মতে, নদীর চরে দাঁড়ালেই দেখা মেলে ভিন্ন চিত্রও! চরে কারেন্ট জাল শুকানো হচ্ছে প্রকাশ্যে, নতুন জাল তৈরি হচ্ছে। ইঞ্জিনচালিত নৌকাও মেরামত চলছে।

স্থানীয়রা বলছেন, এ যেন প্রতিবছরের পুনরাবৃত্তি-কাগজে অভিযান, বাস্তবে শিকার। প্রশাসনের নৌকা আসে আর যায়, কিন্তু নদীর বুকে জালের জঙ্গল অটুট থাকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম