Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার সাজে কে এই শিশু?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:১২ পিএম

খালেদা জিয়ার সাজে কে এই শিশু?

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে এক কর্মীসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতো সাজে এক শিশু। অনুষ্ঠানে তার উপস্থিত বিশেষ পরিস্থিতির সৃষ্টি করে। তাকে দেখার জন্য জনতার ভিড় পড়ে যায়। সে সময় তার সঙ্গে ছবি তুলতে উৎসুক জনতা ভিড় করেন।

বুধবার (২২ অক্টোবর) বিকালে মহিপুর থানা বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ডের ভদ্রবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির এক কর্মী সভায় এ ঘটনা ঘটে। 

ওই কিশোরীর নাম মুনতাহা ভদ্র। তিনি মহিপুর ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল ভদ্রের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার স্টাইল ও পোশাক অনুকরণ করে সাজে সাজেন মুনতাহা। তার সাজসজ্জা ও উপস্থিতি দেখে মুহূর্তেই চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তার সঙ্গে ছবি, সেলফি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন।  

কিশোরী মুনতাহা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী খালেদা জিয়া আমার প্রিয় নেত্রী। তার মতো সাজতে পেরে খুব ভালো লাগছে। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, যুবদল সভাপতি মনির মুসুল্লী, সাধারণ সম্পাদক আলম সন্যমত, সিনিয়র সহ-সভাপতি রিপন মুসুল্লীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম