প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় মায়ের কাণ্ড
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের বাবুগঞ্জে কলেজপড়ুয়া মেয়ে এক ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ার অপমান সহ্য করতে না পেরে বিধবা মা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছরের এক কিশোরীর গৌরনদী এলাকার এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটি ওই মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। মেয়ের মা ওই বিয়েতে রাজি হননি।
গত ২২ অক্টোবর বিকালে মেয়েটি বাড়ির কাউকে না জানিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে মেয়েটির মা (৬০) মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং মেয়ে পালিয়ে যাওয়ার অপমান সহ্য করতে না পেরে ঘরের পাশে আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম বলেন, এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
