Logo
Logo
×

সারাদেশ

বিএনপি জনগণের দল: হাসান মামুন

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পিএম

বিএনপি জনগণের দল: হাসান মামুন

ছবি: সংগৃহীত

‘বিএনপি জনগণের দল’  বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন হাসান মামুন। 

হাসান মামুন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি কারো ওপর অত্যাচার করে ও কোনো সমস্যা সৃষ্টি করে তাহলে তাদের দল থেকে বের করে দেওয়া হবে।  

তিনি আরও বলেন, বিএনপি সাধারণ মানুষের দল। যে সকল নেতাকর্মী সাধারণ মানুষের সাথে মিলেমিশে কাজ করতে পারবেনা ও অন্যায় অত্যাচারের সাথে জড়াবে  তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। জিয়াউর রহমানের আদর্শে গড়া ও বেগম খালেদা জিয়ার নির্যাতিত হওয়া দল বিএনপি সরকার গঠন করলে আমরা সুশাসন প্রতিষ্ঠা করবো। 

বিএনপি উন্নয়নের জন্য কাজ করবে জানিয়ে হাসান মামুন আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম