Logo
Logo
×

সারাদেশ

আরাকান আর্মির হাতে বন্দি জেলে পরিবারকে তারেক রহমানের সহায়তা

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম

আরাকান আর্মির হাতে বন্দি জেলে পরিবারকে তারেক রহমানের সহায়তা

জেলে পরিবারের মাঝে তারেক রহমানের উপহার সামগ্রী বিতরণ। ছবি: যুগান্তর

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের আরাকান আর্মির হাতে বন্দি ১৮ জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সেন্টমার্টিনে তারেক রহমানের পক্ষ থেকে পরিবারগুলোর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।  

এ সময় উপস্থিত ছিলেন- শামীম মিয়া, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আরমকন, মশিউর রহমান মহান, আদনান আজাদ, ইমরান রাশেদ, সিমান্ত সরকার, তৌফিক সিতু, শুভব্রত সরকার, মিজানুর রহমান তাসিব, ফয়সাল বিন আজম ও মহিউদ্দিন মাহিম প্রমুখ। 

উল্লেখ্য, সাগরে মাছ শিকারের সময় আরাকান আর্মি সেন্টমার্টিন দ্বীপের ১৮ জেলেকে ধরে নিয়ে যায়। তারা হলেন- আবু তারেক, জিয়াউল হক, রহমত উল্লাহ, রফিক, আব্দুল মোতালেব, আবু বক্কর সিদ্দিক, তাহের, মনিউল্লাহ, ছৈয়দুল্লাহ, আব্দুর রহিম, হাফেজ আহমদ, সালাহউদ্দিন, আফসার উদ্দিন, মো. আইয়ুব, জাহাঙ্গীর আলম, আলমগীর, আলহাজ উদ্দিন ও সাব্বির আহমদ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম