Logo
Logo
×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ পরিবারকে বিআরটিএর সহায়তা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম

সড়ক দুর্ঘটনায় হতাহত ৮ পরিবারকে বিআরটিএর সহায়তা

ছবি: যুগান্তর

জয়পুরহাট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৮ পরিবারের সদস্যের কাছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন বিআরটিএর চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাইমেনা শারমীন, বিআরটিএর জেলা মোটর যান পরিদর্শক রামকৃষ্ণ পোদ্দার, জেলা নিরাপদ সড়ক চাই- সংগঠনের সভাপতি নূর ই আলম, জেলা মোটর মালিক গ্রুপের নেতা আইয়ুব আলী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হিম্মত আলী প্রমুখ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম